হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নিখোঁজের পরদিন ডোবায় মিলল কিশোরের মরদেহ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিখোঁজের পরদিন বাড়ির পাশের ডোবা থেকে অজয় চন্দ্র দাশ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার তালদর্শী গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা  হয়। 

মৃত অজয় চন্দ্র দাশ উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের তালদর্শী গ্রামের নেপাল চন্দ্র দাশের ছেলে। 

পরিবারের বরাত দিয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাড়ির একটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় অজয়। এরপর আর বাড়ি ফেরেনি। আজ সকালে বাড়ির পাশের ডোবায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি অজয়ের বলে নিশ্চিত করে তার পরিবার। খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। 

ওসি আরও বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আর সে সাঁতার জানত না। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডোবায় ডুবে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন