হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নিখোঁজের পরদিন ডোবায় মিলল কিশোরের মরদেহ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিখোঁজের পরদিন বাড়ির পাশের ডোবা থেকে অজয় চন্দ্র দাশ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার তালদর্শী গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা  হয়। 

মৃত অজয় চন্দ্র দাশ উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের তালদর্শী গ্রামের নেপাল চন্দ্র দাশের ছেলে। 

পরিবারের বরাত দিয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাড়ির একটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় অজয়। এরপর আর বাড়ি ফেরেনি। আজ সকালে বাড়ির পাশের ডোবায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি অজয়ের বলে নিশ্চিত করে তার পরিবার। খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। 

ওসি আরও বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আর সে সাঁতার জানত না। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডোবায় ডুবে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু