হোম > সারা দেশ > ঢাকা

‘ক্রসফায়ারে’র হুমকি: সমিতির কাছে নিরাপত্তা চাইলেন আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের বিরুদ্ধে ‘ক্রসফায়ার’ দেওয়ার হুমকির অভিযোগ তুলেছেন এক আইনজীবী। এ জন্য জীবনের নিরাপত্তা চেয়ে ঢাকা আইনজীবী সমিতিতে আবেদন করেছেন তিনি। গতকাল মঙ্গলবার আবেদনটি করা হয়। 

আজ বুধবার আমিনুল গণি টিটু নামে ওই আইনজীবী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমার আইনজীবী সমিতিতে আবেদন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছি।’

আমিনুল গণি বলেন, গতকাল ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সামনে এই ঘটনা ঘটে। আমিনুল গণি তাঁর আবেদনে বলেন, ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলার বাদীকে জেরা করছিলেন তিনি। তখন এজলাস কক্ষে উপস্থিত মোকাররম হোসেন নামের এক ব্যক্তি বাদীকে আকার-ইঙ্গিতে প্রশ্নের জবাব সরবরাহ করছিলেন। তখন সেলিম হোসেন ও ইসতিয়াক উদ্দিন নামের দুজন আইনজীবী মোকাররমকে বাধা দেন। এ সময় হট্টগোল হলে মোকাররমকে এজলাস কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন আদালত।

লিখিত আবেদনে আমিনুল গণি আরও বলেন, পরে আদালত থেকে বের হয়ে বারান্দায় বসে আইনজীবী সেলিম হোসেন ও ইসতিয়াক উদ্দিনের ছবি তুলছিলেন মোকাররম ও নাজমুল নামের আরেক ব্যক্তি। নাজমুল নিজেকে পুলিশ পরিদর্শক দাবি করে মোকাররমকে মারধরের অভিযোগে দুই আইনজীবীকে গ্রেপ্তারের উদ্যোগ নেন। তখন তিনি (আমিনুল গণি) উপস্থিত হলে নাজমুল তাঁকে ক্রসফায়ারের হুমকি দেন। নাজমুল বলেন, ‘তোকে দেখে নেব।’ খবর পেয়ে ঢাকা বারের সাধারণ আইনজীবীরা উপস্থিত হলে ঘটনাস্থল ত্যাগ করেন মোকাররম ও নাজমুল।

ওই আদালতের সামনে উপস্থিত সাধারণ আইনজীবীরা বলেন, নাজমুল নামে একজন পুলিশ কর্মকর্তা প্রকাশ্যে আইনজীবীকে ক্রসফায়ার দেওয়ার হুমকি দিয়েছেন। আদালতে এসে এ রকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ মেনে নেওয়া যায় না। আদালতের ভেতরের ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করতে পারে না।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আদালতে এসে একজন আইনজীবীর সঙ্গে এ ধরনের আচরণ শিষ্টাচার বহির্ভূত। অভিযোগকারী আইনজীবীর আবেদন পর্যালোচনা করে ওই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক নাজমুল বলেন, তিনি মোকাররম নামে একজনকে মারধরের খবর শুনে আদালতে গিয়েছিলেন। তবে তিনি কোনো আইনজীবীকে হুমকি দেননি। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ