হোম > সারা দেশ > গাজীপুর

শিশুর কান্নার শব্দে ঘরে গিয়ে মিলল মায়ের ঝুলন্ত লাশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে শিশুর কান্নার শব্দ শুনে ঘরের ভেতরে গিয়ে এক গৃহবধূর ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

আজ সোমবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত গৃহবধূ মনোয়ারা খাতুন ময়না (২৮) উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের মো. মাইনুদ্দিনের মেয়ে। তাঁর স্বামীর নাম মো. শরিফ মিয়া।

মাইনুদ্দিন বলেন, ‘আজ সকালে নাতির কান্নার শব্দে ঘরে গিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।’ তিনি বলেন, ‘স্বামীর সঙ্গে বনাবনি না হওয়ায় তিন বছর ধরে দুই সন্তানসহ মেয়ে আমার বাড়িতে থাকে। মেয়ের জামাই মাঝেমধ্যে এখানে আসে। কিছুদিন আগে বড় নাতি দাদার বাড়িতে বেড়াতে যায়। সেখানে বড় নাতিকে মারধর করা হয়। বিষয়টি নিয়ে স্বামীর সঙ্গে মেয়ের কথা-কাটাকাটি হয়। ধারণা করছি, স্বামীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে অভিমান করে আমার মেয়ে আত্মহত্যা করেছে।’

স্বামী শরিফ মিয়া বলেন, ‘ছেলেকে মারধরের বিষয়ে শুধু কথাবার্তা হয়েছে। বিষয়টি জানতে চেয়েছিল আমার স্ত্রী। রাতে আমাদের মধ্যে কোনো ধরনের রাগারাগি হয়নি। আজ সকালে আমার শ্যালিকা স্ত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এমন খবর দিলে আমি এসে লাশ দেখতে পাই।’

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. মোমেনুল কাদের বলেন, ‘বিষয়টি জানার পরপরই আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দিই। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ