হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

১০ দিনেও নেভেনি রূপগঞ্জ কারখানার আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার দশদিনেও আগুন থামেনি। আজ শনিবার দুপুরে কারখানার ভবনের চারতলায় ফায়ার সার্ভিসের কর্মীদের সামনেই হঠাৎ আগুন জ্বলে ওঠে। এ সময় তড়িঘড়ি করে সেটি নেভান তাঁরা।

এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই ভবনের পঞ্চম তলায়ও আগুন দেখা যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মী সেটিও নেভানোর চেষ্টা করেন। কিন্তু থেমে থেমে আগুনের পরিমাণ বাড়ায় আরও কয়েকজন ওই দলে যোগ দেন। ফায়ার সার্ভিস বলছে, ভেতরে বস্তা রয়েছে বেশ কিছু। সেগুলো থেকে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। এখান থেকেই আগুন ফুঁসে ওঠে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আমরা তো কাজ শেষ করে যাওয়ার সময় এখানকার কারখানার লোকজনকে বলেছি খেয়াল রাখতে। এটাও বলেছি ধোঁয়া দেখলে সঙ্গে সঙ্গে সেখানে পানি দিতে। কিন্তু এরা দায়িত্ব কাণ্ড–জ্ঞানহীন।

এর আগে গত বৃহস্পতিবার (৮ জুলাই) হাশেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাশেমসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক