হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে স্বতন্ত্রের সমর্থকের কবজি কেটে নিল নৌকার সমর্থকেরা

সিরাজদিখান প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) গোলাম সারোয়ার কবিরের নয়ন মিয়া (২৫) নামে এক সমর্থকের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

আজ রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় নয়নের হাতের কবজি কেটে নেন নৌকার প্রতীকের প্রার্থীর সমর্থকেরা। এদিন রাতে গুরুতর আহত ওই সমর্থককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে হাসপাতালে পাঠানো হয়েছে। নয়ন চিত্রকোট ইউনিয়নের বাসিন্দা মো. জামালের ছেলে।

এ ব্যাপারে চিত্রকোট ইউপি চেয়ারম্যান শামসুল হুদা বাবুল বলেন, ‘নয়ন মিয়া আমাদের স্বতন্ত্র ট্রাক প্রতীকের সমর্থক ছিলেন। তিনি রাজানগর এলাকা থেকে রুটি কিনে বাড়ি যাওয়ার পথে খালপাড় ব্রিজের সামনে গেলে নৌকার বিজয় মিছিল যাওয়ার পরেই এই ঘটনা ঘটে। এখন নয়ন মিয়া ঢাকা মেডিকেল ভর্তি রয়েছে। তবে নয়ন মিয়ার অবস্থা আশঙ্কাজনক।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘তিনি কোনো প্রার্থীর সমর্থক না। তিনি একজন পেশায় রাজমিস্ত্রি। তাঁর পাশের বাড়ির লোকজনের সঙ্গে হয়তো কোনো দ্বন্দ্ব হয়েছিল; তাই এই ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। মামলা প্রক্রিয়াধীন।’

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল