হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহি-মোতাহার

ঢাবি প্রতিনিধি

মহিউদ্দিন মুজাহিদ মাহি ও মোতাহার হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি হিসেবে মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোতাহার হোসেন নির্বাচিত হয়েছেন। মাহি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং মোতাহার দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। মাহি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এবং মোতাহার ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী। তাঁরা দুজনই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের।

আজ সোমবার বিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ডুজা কার্যালয়ে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার রিয়াদুল করিম নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

রিয়াদুলের সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন—ডুজার সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং সাবেক সভাপতি মাহবুব রনি।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি পদে দ্য নিউ নেশনের মো. মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক যুগান্তরের মাহাদী হাসান, অর্থ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের মো. শোয়াইব আহমেদ। এছাড়া দপ্তর সম্পাদক ডেইলি অবজারভারের তাওসিফুল ইসলাম এবং কালবেলার জাফর আলী (তারা উভয়ে সমান ভোট পাওয়ায় ৬ মাস করে দায়িত্বে থাকবেন)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে কালের কণ্ঠের মনজুর হোসাইন মাহি, আলোকিত বাংলাদেশের লিটন ইসলাম ও ভোরের কাগজের রাফিউজ্জামান লাবীব নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে দুটি গ্রুপ রয়েছে। একটি গ্রুপে রয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কর্মরত সাংবাদিকেরা। অন্য গ্রুপে বিশ্ববিদ্যালয়ের বাকি বিভাগ থেকে ক্যাম্পাসে সাংবাদিক হিসেবে কর্মরত শিক্ষার্থীরা।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’