হোম > সারা দেশ > ঢাকা

৪৩ বিসিএসের গেজেট-বঞ্চিতদের সচিবালয় অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা

ঢাবি সংবাদদাতা

জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছে গেজেট বঞ্চিতরা। ছবি: আজকের পত্রিকা

৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জন অফিসারকে ঈদের আগেই গেজেটভুক্ত করে যোগদান নিশ্চিতকরণের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছেন গেজেটবঞ্চিতরা। পদযাত্রায় পুলিশ বাধা প্রদান করে তাঁদের থামিয়ে দেয়। পরে আন্দোলনকারীদের থেকে পাঁচজন প্রতিনিধিকে মন্ত্রণালয়ে পাঠানো হয়।

আজ বুধবার (১৯ মার্চ) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই পদযাত্রা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মোড়ে পুলিশ তাঁদের থামিয়ে দেয়।

পরে আন্দোলনকারীরা কার্জন হলের মোড়েই অবস্থান করেন এবং তাঁদের পাঁচজন প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠান। প্রতিনিধিরা হলেন—শাহ মো. মোয়াজ্জেম, আরমান হোসেন, ফারিয়া ইসলাম, রিমা ইসলাম ও কাঞ্জিলাল রয় জীবন।

প্রতিনিধিরা স্মারকলিপি প্রদানের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করবেন বলে জানা যায়। স্মারকলিপিতে গেজেটবঞ্চিত এই ২২৭ জন অফিসারের দুর্ভোগের কথা উল্লেখের পাশাপাশি ঈদের আগেই নিয়োগ নিশ্চিতের দাবি জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছে গেজেট বঞ্চিতরা। ছবি: আজকের পত্রিকা

আন্দোলনকারীদের মধ্য থেকে মো. হামিদুর রহমান নয়ন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করি। পুলিশ আমাদের কেবল থামিয়ে দিয়েছে। তবে কোনো সংঘর্ষ বা মারধরের ঘটনা ঘটেনি। আলোচনার ভিত্তিতে আমাদের পাঁচজন প্রতিনিধি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে কথা বলবেন।’

তিনি তাঁদের দাবি নিয়ে বলেন, ‘এ বছরের শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমাদের দু-তিন দিনের মধ্যে গেজেটভুক্ত করার আশ্বাস দিয়েছেন। তারপর আড়াই মাস চলে গেলেও কোনো ফল পাইনি। আমরা এ নিয়ে গতকাল মানববন্ধন করেছি। কিন্তু কর্তৃপক্ষের কারও কোনো সাড়া পাইনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য এ পদযাত্রা শুরু করি। স্মারকলিপিতে খুব দ্রুত এবং ঈদের আগেই যেন আমাদের গেজেটভুক্ত করে নিয়োগ নিশ্চিত করা হয়, সে বিষয়ে আমরা দাবি পেশ করেছি।’

জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছে গেজেট বঞ্চিতরা। ছবি: আজকের পত্রিকা

বিসিএস খাদ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত খাইরুল আলম বলেন, ‘পুলিশের দিক থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। আমরা পাঁচজন প্রতিনিধি ভেতরে পাঠিয়েছি। তাঁদের জন্য অপেক্ষা করছি। প্রতিনিধিদের সঙ্গে কী আলোচনা হয়, তার ভিত্তিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’

উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথমে ২৮ অক্টোবর, পরে পিছিয়ে ১ জানুয়ারি যোগদান হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। যোগদানের আগে ৩০ ডিসেম্বর পুনরায় গেজেট প্রকাশ করা হয়। দ্বিতীয়বার প্রকাশিত এই গেজেটে প্রথম গেজেটে অন্তর্ভুক্ত হওয়া ২২৭ জন বাদ পড়েন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু