হোম > সারা দেশ > ঢাকা

পোস্টার লাগানোর সময় ছাত্রদলের ৪ নেতা কর্মী গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার মামলা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

থানার দেয়ালে পোস্টার লাগাতে গিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ছাত্রদলের চার নেতা কর্মী। গতকাল শুক্রবার গভীর রাতে গজারিয়া থানার পাশ থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ইমামপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিমেল (১৮), বাউশিয়া ইউনিয়ন ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মারুফ আহমেদ সাহেদ (১৮), ছাত্রদল কর্মী রোহান (২১) ও তানভীর (১৯)।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘শুক্রবার গভীর রাতে থানার দেয়ালে পোস্টার লাগানোর সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। তাঁদের মধ্যে নাশকতার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।’

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান বলেন, ‘ছাত্রদলের চারজন নেতা কর্মী আটক হয়েছেন। আটক নেতা কর্মীর মুক্তির দাবিতে তাঁরা পোস্টার লাগাতে গিয়েছিলেন, এটাই তাঁদের অপরাধ। তাঁদের জামিনের ব্যাপারে আমরা চেষ্টা চালাচ্ছি।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু