হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৩

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

রাজধানীর ডেমরায় থেমে থাকা বাসের সঙ্গে হাইএস মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ডেমরার মীরপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন প্রবাসী শহীদুল ইসলাম (৪৫), তাঁর ছেলে শাকিব (২৬) ও চালক আল-আমিন (৫৫)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

মাইক্রোবাসের চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আটকে পড়া চালককে উদ্ধার করে।

প্রবাসী শহীদুল ইসলামের ছোট ভাই সুলাইমান বলেন, শহীদুল ইসলাম সৌদি আরব থেকে ভোরে বাংলাদেশে আসেন। পরে এয়ারপোর্ট থেকে একটি ভাড়া করা মাইক্রোবাসে গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার যাওয়ার জন্য রওনা হন। মীরপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এলে অপর দিকে থেমে থাকা গ্লোরি পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, ‘প্রবাসীকে বহনকারী মাইক্রোবাসের চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। বাস ও মাইক্রোবাস আমরা জব্দ করেছি। আহতরা চিকিৎসা শেষে থানায় অভিযোগ দিলে পরে ব্যবস্থা নেওয়া হবে।’

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন