হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৩

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

রাজধানীর ডেমরায় থেমে থাকা বাসের সঙ্গে হাইএস মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ডেমরার মীরপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন প্রবাসী শহীদুল ইসলাম (৪৫), তাঁর ছেলে শাকিব (২৬) ও চালক আল-আমিন (৫৫)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

মাইক্রোবাসের চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আটকে পড়া চালককে উদ্ধার করে।

প্রবাসী শহীদুল ইসলামের ছোট ভাই সুলাইমান বলেন, শহীদুল ইসলাম সৌদি আরব থেকে ভোরে বাংলাদেশে আসেন। পরে এয়ারপোর্ট থেকে একটি ভাড়া করা মাইক্রোবাসে গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার যাওয়ার জন্য রওনা হন। মীরপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এলে অপর দিকে থেমে থাকা গ্লোরি পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, ‘প্রবাসীকে বহনকারী মাইক্রোবাসের চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। বাস ও মাইক্রোবাস আমরা জব্দ করেছি। আহতরা চিকিৎসা শেষে থানায় অভিযোগ দিলে পরে ব্যবস্থা নেওয়া হবে।’

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন