হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৩

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

রাজধানীর ডেমরায় থেমে থাকা বাসের সঙ্গে হাইএস মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ডেমরার মীরপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন প্রবাসী শহীদুল ইসলাম (৪৫), তাঁর ছেলে শাকিব (২৬) ও চালক আল-আমিন (৫৫)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

মাইক্রোবাসের চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আটকে পড়া চালককে উদ্ধার করে।

প্রবাসী শহীদুল ইসলামের ছোট ভাই সুলাইমান বলেন, শহীদুল ইসলাম সৌদি আরব থেকে ভোরে বাংলাদেশে আসেন। পরে এয়ারপোর্ট থেকে একটি ভাড়া করা মাইক্রোবাসে গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার যাওয়ার জন্য রওনা হন। মীরপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এলে অপর দিকে থেমে থাকা গ্লোরি পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, ‘প্রবাসীকে বহনকারী মাইক্রোবাসের চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। বাস ও মাইক্রোবাস আমরা জব্দ করেছি। আহতরা চিকিৎসা শেষে থানায় অভিযোগ দিলে পরে ব্যবস্থা নেওয়া হবে।’

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ