দেড় বছরেরও বেশি সময় পর বৃহস্পতিবার থেকে সীমিত আকারে সচিবালয়ে ঢোকার দর্শনার্থী পাস চালু হচ্ছে।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিব এবং সব সচিবদের বিষয়টি জানিয়ে বুধবার চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
স্বাভাবিক সময়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবদের একান্ত সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবেরা দর্শনার্থী পাস ইস্যু করতে পারতেন। এখন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের একান্ত সচিব দিনে ১০ টি, সচিবের একান্ত সচিব ৫টি এবং অতিরিক্ত সচিবরা দিনে ৩টি করে পাস ইস্যু করতে পারবেন।
করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ১৯ মার্চ থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ পাস বন্ধ রেখেছিল সরকার।