হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজের প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন ইউনাইটেড ল ইয়ার্স ফোরামের পদযাত্রায় পুলিশের হামলার অভিযোগে করা মামলা খারিজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আদালত প্রাঙ্গণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে ওই স্থানেই সমাবেশ করেন আইনজীবীরা। সমাবেশে বক্তব্য দেন ইউনাইটেড ল ইয়ার্স ফোরামের আহ্বায়ক মো. মহসিন মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল লতিফ তালুকদার, আব্দুর রাজ্জাক, খোরশেদ আলম, সমন্বয়ক ওমর ফারুক ফারুকী প্রমুখ।

সমাবেশে বক্তারা মামলা খারিজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তাঁরা বলেন, শেখ হাসিনার পতনের দাবিতে তাঁরা এক দফার আন্দোলনে অটুট থাকবেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রায় হামলার অভিযোগে কোতোয়ালি জোনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাতসহ নয়জনের বিরুদ্ধে করা মামলা গতকাল বুধবার খারিজ করে দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান। খারিজ আদেশে বলা হয়, মামলায় অভিযোগ আমলে নেওয়ার মতো কোনো উপাদান নেই।

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে