হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজের প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন ইউনাইটেড ল ইয়ার্স ফোরামের পদযাত্রায় পুলিশের হামলার অভিযোগে করা মামলা খারিজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আদালত প্রাঙ্গণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে ওই স্থানেই সমাবেশ করেন আইনজীবীরা। সমাবেশে বক্তব্য দেন ইউনাইটেড ল ইয়ার্স ফোরামের আহ্বায়ক মো. মহসিন মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল লতিফ তালুকদার, আব্দুর রাজ্জাক, খোরশেদ আলম, সমন্বয়ক ওমর ফারুক ফারুকী প্রমুখ।

সমাবেশে বক্তারা মামলা খারিজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তাঁরা বলেন, শেখ হাসিনার পতনের দাবিতে তাঁরা এক দফার আন্দোলনে অটুট থাকবেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রায় হামলার অভিযোগে কোতোয়ালি জোনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাতসহ নয়জনের বিরুদ্ধে করা মামলা গতকাল বুধবার খারিজ করে দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান। খারিজ আদেশে বলা হয়, মামলায় অভিযোগ আমলে নেওয়ার মতো কোনো উপাদান নেই।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি