হোম > সারা দেশ > ঢাকা

প্রীতির সঙ্গে ধলপুরে ডাচ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একাদশ শ্রেণি পড়ুয়া ‘প্রীতি’ একদিনের জন্য বাংলাদেশে নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডোরেনের সঙ্গী হলেন। আজ বৃহস্পতিবার তিনি রাষ্ট্রদূতের সঙ্গে রাজধানীর ধলপুরের একটি কিন্ডারগার্টেন স্কুল এবং শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই পরিদর্শনের আয়োজন করে। 

প্রীতি স্কুলের জেন্ডার ইকুয়ালিটি মুভমেন্ট ইন্টারভেনশন কর্নারে ছাত্র, শিক্ষক এবং রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা সভায় নেতৃত্ব দেন। এ ছাড়া তিনি সেখানে কমিউনিটির কর্মসংস্থান বৃদ্ধিমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। 

প্রীতি বলেন, ‘নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে আমি এই সুযোগ এবং অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই যেন, আমি আমার কমিউনিটির নারী ও শিশুদের সার্বিক অগ্রগতির জন্য নিবেদিতভাবে কাজ করতে পারি।’ 

প্রীতি জানান, পড়ালেখা শেষ করে তিনি সরকারি চাকরিজীবী হতে চান। 

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডোরেন বলেন, ‘জেন্ডার ইকুয়ালিটি মুভমেন্ট ইন্টারভেনশন কর্নার পরিদর্শন করে এবং কিশোরী ও যুব নারীদের সম্পৃক্ততা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমার ভালো লাগছে। আমি শিশু বিকাশ কেন্দ্রে শিশুদের দেখেছি। আমি চাই এই প্রক্রিয়া চলমান থাকুক।’

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দেশের বিভিন্ন প্রান্তের কিশোরী এবং যুব নারীদের ধারাবাহিকভাবে বিভিন্ন দূতাবাস, করপোরেট অফিস, এবং সরকারি বিভিন্ন কার্যালয়ের দায়িত্বপূর্ণ পদে একদিনের জন্য অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। এই আয়োজন নারীদের ক্ষমতায়ন এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথে প্রেরণা জোগাবে বলে মনে করে সংস্থাটি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির