হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হাওরে নিখোঁজের দুই দিন পর নৌযানচালকের মরদেহ উদ্ধার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা হাওরে নিখোঁজের দুই দিন পর বাল্কহেডের চালক মুসলিম মিয়ার (৫০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইটনা উপজেলা সদর ইউনিয়নের বলদা ফেরিঘাটের পাঁচ কিলোমিটার দূরে হাওর থেকে মরদেহটি উদ্ধার হয়। ইটনা ফায়ার সার্ভিসের অধিনায়ক মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

মুসলিম মিয়া সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের মনডাল মিয়ার ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত সোমবার রাতে সুনামগঞ্জ থেকে পাথরবোঝাই একটি বাল্কহেড ময়মনসিংহের নান্দাইল উপজেলার তারা বাজারে যাওয়ার পথে ইটনার বলদা ফেরিঘাট এলাকায় ধনু নদীর পাড়ে আটকে পড়ে। বাল্কহেডটি ছাড়াতে অন্য একটি নৌকার সাহায্য নেওয়া হয়। এ সময় হঠাৎ বইঠার আঘাতে বাল্কহেডের চালক মুসলিম মিয়া পানিতে পড়ে নিখোঁজ হন। রাতেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ইটনা ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা যায়, গত মঙ্গলবার সারা দিন ফায়ার সার্ভিসের দুই ইউনিট উদ্ধার অভিযান চালায়। রাতে বিরতি দিয়ে বুধবার আবারও অভিযান শুরু করলে সকাল সাড়ে ৯টার দিকে মুসলিম মিয়ার মরদেহ উদ্ধার হয়।

ইটনা ফায়ার সার্ভিসের অধিনায়ক মো. নাসির উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, দুই দিনের উদ্ধার অভিযান আজ বুধবার মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে শেষ হলো। থানায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির