হোম > সারা দেশ > মাদারীপুর

স্পিডবোট চালকদের ডোপ টেস্ট করা হবে

প্রতিনিধি

শিবচর (মাদারীপুর): শিমুলিয়া-বাংলাবাজার নৌ–রুটের স্পিডবোট চালকদের মধ্যে কেউ মাদকাসক্ত রয়েছেন কিনা যাচাই করা হবে। এই নৌ–রুটের সব স্পিডবোট চালকের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে। গত মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে নৌ–দুর্ঘটনায় জেলা প্রশাসনের ছয় সদস্যের তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার মাদারীপুরের উপ-পরিচালক আজহারুল ইসলাম এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজহারুল ইসলাম বলেন, চালক যদি মাদকাসক্ত হন তাহলে তার ভারসাম্য থাকে না। তার হাতে স্টিয়ারিং থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ওই পরিবহনে যতো যাত্রী থাকেন তাদের জীবন অনিরাপদ হয়ে ওঠে। ডোপ টেস্টের মাধ্যমে মাঝে মধ্যেই তা নির্ণয় করা যায়। তখন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। এই ডোপ টেস্ট যাতে হয় আমরা সেটিরও ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, এখানে যে যানবাহন চলে তার মধ্যে মানুষ বেশি পার হচ্ছে লঞ্চ ও স্পিডবোটে। এছাড়া বিকল্প কোনো যানবাহন এখানে নেই। আবার স্পিডবোটে যেখানে ৪০ মিনিটে পার হওয়া সম্ভব সেখানে লঞ্চে এক ঘণ্টা, দেড় ঘণ্টা লাগে। এ কারণে মানুষ ছোট আকারের দ্রুত গতির কিন্তু ঝুঁকিপূর্ণ এ নৌযানে চলাচল করে।

গত সোমবার ভোরে দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীদের ধারণা স্পিডবোটটির চালক মাদকাসক্ত ছিলেন। তাদের ভাষ্যমতে, নিজের ওপর নিয়ন্ত্রণ থাকলে নদীর পাড় ঘেঁষে নোঙর করে রাখা নৌযানের সাথে সংঘর্ষ হওয়ার কথা নয়।

উল্লেখ্যে, সোমবার ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ৩২ জন যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে ছেড়ে আসে একটি স্পিডবোট। কাঁঠালবাড়িতে এলে ঘাটের কাছে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় স্পিডবোটটি। ঘটনাস্থল থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌপুলিশ। জীবিত উদ্ধার করা হয় ৫ জনকে। পরে ঘটনা তদন্তে মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয় তদন্ত কমিটি। আজই তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা। এই ঘটনায় কাঁঠালবাড়ি ঘাট নৌ–পুলিশের এসআই লোকমান হোসেন বাদী হয়ে শিবচর থানায় ঘাটের ইজারাদার শাহ আলম খান, চালক শাহ আলম, স্পিডবোটের দুই মালিক চান্দু মিয়া ও রেজাউল আসামি করে মামলা দায়ের করেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু