রাজধানীর উত্তরায় ১৩ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সোহাগ (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছেন পুলিশ। ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত ওই যুবক দেওয়ান বাড়ি রেলগেট সংলগ্ন আবুল কালামের ছেলে। তারা ওইখানে একটি ভাড়া বাড়িতে থাকেন।
ওসি আজকের পত্রিকাকে বলেন, বাসা থেকে প্রতিনিয়ত মক্তবে আরবি পড়ার জন্য গত ২৩ মার্চ বিকেলে বাসা থেকে বের হয় শারীরিক প্রতিবন্ধী শিশুটি। পরে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে রেললাইন সংলগ্ন বাউন্ডারি পাশের একটি ঝুপড়ি ঘরে আটকিয়ে রেখে মধ্যরাত পর্যন্ত ধর্ষণ করে সোহাগ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে পরের দিন উত্তরা পূর্ব থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।
জহিরুল ইসলাম বলেন, মামলার পর থেকেই অভিযুক্ত সোহাগ আত্মগোপন করে। এরপর গতকাল শনিবার গভীর রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। পরে আজ সকালে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে একদিন রিমান্ড মঞ্জুর করেন বিচারক।