হোম > সারা দেশ > শরীয়তপুর

ঈদ সামনে রেখে পদ্মা নদীতে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩ 

শরীয়তপুর প্রতিনিধি

ঈদ সামনে রেখে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীতে সক্রিয় হয়ে উঠেছে চাঁদাবাজ চক্র। নদীতে চাঁদাবাজির তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় সময় উপজেলার সিডারচর পদ্মা নদী থেকে তাঁদের গ্রেপ্তার করে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। 

গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার শামুর বাড়ি গ্রামের হোসেম মাদবরের ছেলে রুবেল মাদবর (৩০), তাঁর ভাই আল আমিন (২২) এবং একই গ্রামের কুরবান ঢালীর ছেলে মাসুম ঢালী (৪০)। 

মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. জসীম উদ্দিন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা দায়ের করেছেন। 

পরিদর্শক জসীম উদ্দিন বলেন, ‘সিডারচর এলাকায় একটি ইঞ্জিনচালিত ট্রলারে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করছে তিন চাঁদাবাজ এমন খবরে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশের উপস্থিতি দেখে তাঁরা পালানোর চেষ্টা করেন। তাঁদের আটক করতে সক্ষম হই।’ 

জসীম উদ্দিন আরও বলেন, ‘চাঁদাবাজদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার, একটি চাপাতি, একটি ছুরি ও নগদ ৮০০ টাকা জব্দ করি। তাদের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে লৌহজং থানায় চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।’

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক