হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ১

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আনতে যাচ্ছিল একটি বাস। এতে ছিলেন কাওরাইদ এলাকায় রাখা অপর এক বাসের চালক মফিজ উদ্দিন (৪০)। বাসটি নলজোরা সেতুর কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এ সময় মফিজ উদ্দিন বাস থেকে ছিটকে পড়েন। এদিকে বৈদ্যুতিক খুঁটি উপড়ে গায়ে পড়লে তিনি নিহত হন। দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারানো বাসটির চালক গুরুতর আহত হন। তবে এ সময় বাসে কোনো যাত্রী ছিল না। 

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মাওনা টু বরমী আঞ্চলিক সড়কের বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের নলজোরা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম দুর্ঘটনায় এক বাসচালক নিহতের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

নিহত মো. মফিজ উদ্দিন (৪০) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তিনি গ্রীনস্মার্ট নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বহন করা একটি বাসের চালক ছিলেন। আহত বাসচালকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়দের সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে নিহত মফিজ উদ্দিন সোহাদিয়া থেকে ওই বাসে চেপে কাওরাইদ এলাকা থাকা তাঁর বাসটি আনতে রওনা হন। বাড়ি থেকে কিছু দূর গেলে নলজোরা সেতুর কাছে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় মো. মফিজ উদ্দিন চালকের পাশের ছিটে বসা ছিলেন। নিয়ন্ত্রণ হারানো বাসটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে লাগে। এতে মফিজ উদ্দিন বাস থেকে ছিটকে পড়েন। এ সময় বৈদ্যুতিক খুঁটিটি উপড়ে তাঁর গায়ে পড়ে। খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় নিয়ন্ত্রণহীন বাসের চালক গুরুতর আহত হন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু