ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে নেই কোনো যানজট। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ। তবে গত দুই দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকায় ভোগান্তিতে পড়েছিল যাত্রীরা।
চিরচেনা এই মহাসড়কে প্রতিবছর ঈদের আগের রাতেও ব্যাপক যানবাহনের চাপ থাকে। তবে এবার এটা কম দেখা গেছে। তাই ঈদের আগের দিন বাড়ি ফেরা যানজটে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে না।
আজ বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
গতকাল মঙ্গলবারও সড়কে যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিল যানবাহন। পরে মহাসড়কে উত্তরের গাড়ির চাপ ও যানজট কমাতে সকালে বন্ধ করা হয়েছিল বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও পশ্চিম পাড়ের টোল গ্রহণ। এতে যানজট দ্রুতই কমতে থাকে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস, এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকা ঘুরে যানবাহনের কোনো চাপ দেখা যায়নি। এ ছাড়া মহাসড়কে তেমন কোনো যাত্রীও নেই। তবে কিছু মানুষ বাস না পেয়ে খোলা ট্রাক বা পিকআপে যাচ্ছে এখনো।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, মহাসড়কে তেমন যানবাহন নেই। যেগুলো আছে স্বাভাবিক গতিতেই চলাচল করছে।