হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে নৌকার ২ ক্যাম্পে আগুন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত নৌকার দুটি ক্যাম্পে আগুন দেওয়া হয়। এতে ক্যাম্প দুটির চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। 

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শামীম হক। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। 

শামীম হকের নির্বাচনী সমন্বয়কারী পৌর মেয়র অমিতাভ বোস অভিযোগ করেন, ‘নির্বাচনে ভরাডুবি বুঝতে পেরে স্বতন্ত্র প্রার্থী একে আজাদের সমর্থকেরা নৌকার ক্যাম্পে আগুন দিচ্ছে। তারা নির্বাচনকে ভন্ডুল করতে চায়।’ 

বিষয়টি অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনী সমন্বয়কারী শোয়েবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ ধরনের ঘটনা কেন ঘটাতে যাবো। চারিদিকে ঈগলের গণজোয়ারের কারনে তারা নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের দায়ি করছে। এ ছাড়াও নৌকার সমর্থকেরা প্রতিদিন আমাদের পোস্টার ছিঁড়ে ফেলছে, কর্মীদের গুলি করারও হুমকি দিচ্ছে। 

ফরিদপুর কোতয়ালি থানার ওসি শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্প পুড়িয়ে দেওয়ার ঘটনা শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট