হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজ অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে রাস্তার পাশ থেকে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

অটোরিকশাচালকের নাম মোহাম্মদ ফেরদৌস (২০)। তিনি কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার নজরুল ইসলামের ছেলে। ঘটনার পর ফেরদৌসের ব্যবহৃত অটোরিকশাটির হদিস মেলেনি। ধারণা করা হচ্ছে, গাড়িটির জন্যই হত্যা করা হয় ফেরদৌসকে। 

ফেরদৌসের পিতা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বিকেলে ইজিবাইক নিয়ে বের হয় ফেরদৌস। রাত ৯টার মধ্যেই সাধারণত সে বাসায় ফেরে। এদিন ১০টার পরও না ফেরায় ফেরদৌসের মোবাইলে ফোন দিই। তখন ফোনে রিং হলেও সে রিসিভ করেনি। আজ সকাল ৯টায় এক ব্যক্তি ফোন করে জানায় আমার ছেলের মরদেহ কান্দিপাড়া রোডে পড়ে আছে। পরে সেখানে গিয়ে ছেলের মরদেহ দেখতে পাই।’ 

ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘অটোরিকশাটি ফেরদৌসের নিজের ছিল। পরিবার জানিয়েছে, কিছুদিন আগেই তাঁর মা এটি কিনে দেন। আমরা ফেরদৌসের গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। অটোরিকশাও পাওয়া যায়নি। ধারণা করছি, অটোরিকশাটি ছিনতাই করতেই দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে।’ 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ