রমজান ও ঈদ সামনে রেখে ছিনতাইকারী ও অজ্ঞানপার্টি রোধে বিশেষ প্রোগ্রাম চালু করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ বুধবার বিকেলে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
হাফিজ আক্তার বলেন, ‘রোজা ও ঈদকে সামনে রেখে ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যরা সক্রিয় হয়। ডিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন, তাদের গ্রেপ্তারে আমরা বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি।’
ডিবির অতিরিক্ত কমিশনার জানান, মিরপুরে চিকিৎসক বুলবুল আহমেদ হত্যায় চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর ডিবি পুলিশ। ছিনতাইয়ের উদ্দেশে পাঁচজন জড়ো হয়ে বুলবুল আহমেদের সঙ্গে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। তিনি মোবাইল, টাকা দিতে বাঁধা দিলে ছিনতাইকারীরা বুলবুলের ডান পায়ের ঊরুতে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণেই চিকিৎসক বুলবুলের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ডিবি।