হোম > সারা দেশ > ঢাকা

মালিবাগে নির্মাণাধীন ভবনের ক্রেন ভেঙে নিচে পড়ে শ্রমিক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মালিবাগে নির্মাণাধীন ভবনের কাজ করার সময় ক্রেন ভেঙে নিচে পড়ে নুরনুবী নাঈম (২৪) নামে এক শ্রমিক মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতরা হলেন- জিয়ারুল (২০) রাতুল প্রমাণিক (২০) ও সাদেক (২২)। 

আজ রোববার বিকেল পাঁচটার দিকে মালিবাগ রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। 

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘মালিবাগে নির্মাণাধীন ভবনে স্টিলের পাতের ওপড়ে শ্রমিকেরা নির্মাণকাজ করছিলেন। সেই স্টিলের পাত ভেঙে নির্মাণাধীন মার্কেট তৈরির পাইলিংয়ের গর্তের মধ্যে পড়ে যায় চারজন। তাদের একজন হাসপাতালে মারা যান।’ 

খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার জিয়াউল হক বলেন, সড়ক থেকে আনুমানিক ২৫ থেকে ৩০ ফুট নিচে লোহার ইস্পাতসহ আটকে থাকা নাঈম নামে এক শ্রমিককে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।’ 

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে নির্মাণাধীন মার্কেটটি মাটির নিচ থেকে বড় বড় পাইলিং করে পিলার তৈরি করা হয়েছে। তার উপড়ে ইস্পাত দেওয়া হয়েছে। কিন্তু এখনো মাটি ভরাট করেনি। তাই গভীরতা আনুমানিক সড়ক থেকে ২৫ থেকে ৩০ ফিট ছিল। সেই লোহার মোটা ইস্পাত ভেঙে ক্রেন সহ কয়েকজন নিচে পড়ে যায়।’ 

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, ‘মালিবাগ থেকে চারজন শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে নাঈম চিকিৎসাধীন হাসপাতালে মারা যায়। আরও তিনজন হাসপাতালে ভর্তি আছে।’

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার