হোম > সারা দেশ > ঢাকা

মালিবাগে নির্মাণাধীন ভবনের ক্রেন ভেঙে নিচে পড়ে শ্রমিক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মালিবাগে নির্মাণাধীন ভবনের কাজ করার সময় ক্রেন ভেঙে নিচে পড়ে নুরনুবী নাঈম (২৪) নামে এক শ্রমিক মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতরা হলেন- জিয়ারুল (২০) রাতুল প্রমাণিক (২০) ও সাদেক (২২)। 

আজ রোববার বিকেল পাঁচটার দিকে মালিবাগ রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। 

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘মালিবাগে নির্মাণাধীন ভবনে স্টিলের পাতের ওপড়ে শ্রমিকেরা নির্মাণকাজ করছিলেন। সেই স্টিলের পাত ভেঙে নির্মাণাধীন মার্কেট তৈরির পাইলিংয়ের গর্তের মধ্যে পড়ে যায় চারজন। তাদের একজন হাসপাতালে মারা যান।’ 

খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার জিয়াউল হক বলেন, সড়ক থেকে আনুমানিক ২৫ থেকে ৩০ ফুট নিচে লোহার ইস্পাতসহ আটকে থাকা নাঈম নামে এক শ্রমিককে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।’ 

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে নির্মাণাধীন মার্কেটটি মাটির নিচ থেকে বড় বড় পাইলিং করে পিলার তৈরি করা হয়েছে। তার উপড়ে ইস্পাত দেওয়া হয়েছে। কিন্তু এখনো মাটি ভরাট করেনি। তাই গভীরতা আনুমানিক সড়ক থেকে ২৫ থেকে ৩০ ফিট ছিল। সেই লোহার মোটা ইস্পাত ভেঙে ক্রেন সহ কয়েকজন নিচে পড়ে যায়।’ 

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, ‘মালিবাগ থেকে চারজন শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে নাঈম চিকিৎসাধীন হাসপাতালে মারা যায়। আরও তিনজন হাসপাতালে ভর্তি আছে।’

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ