হোম > সারা দেশ > ঢাকা

মালিবাগে নির্মাণাধীন ভবনের ক্রেন ভেঙে নিচে পড়ে শ্রমিক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মালিবাগে নির্মাণাধীন ভবনের কাজ করার সময় ক্রেন ভেঙে নিচে পড়ে নুরনুবী নাঈম (২৪) নামে এক শ্রমিক মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতরা হলেন- জিয়ারুল (২০) রাতুল প্রমাণিক (২০) ও সাদেক (২২)। 

আজ রোববার বিকেল পাঁচটার দিকে মালিবাগ রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। 

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘মালিবাগে নির্মাণাধীন ভবনে স্টিলের পাতের ওপড়ে শ্রমিকেরা নির্মাণকাজ করছিলেন। সেই স্টিলের পাত ভেঙে নির্মাণাধীন মার্কেট তৈরির পাইলিংয়ের গর্তের মধ্যে পড়ে যায় চারজন। তাদের একজন হাসপাতালে মারা যান।’ 

খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার জিয়াউল হক বলেন, সড়ক থেকে আনুমানিক ২৫ থেকে ৩০ ফুট নিচে লোহার ইস্পাতসহ আটকে থাকা নাঈম নামে এক শ্রমিককে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।’ 

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে নির্মাণাধীন মার্কেটটি মাটির নিচ থেকে বড় বড় পাইলিং করে পিলার তৈরি করা হয়েছে। তার উপড়ে ইস্পাত দেওয়া হয়েছে। কিন্তু এখনো মাটি ভরাট করেনি। তাই গভীরতা আনুমানিক সড়ক থেকে ২৫ থেকে ৩০ ফিট ছিল। সেই লোহার মোটা ইস্পাত ভেঙে ক্রেন সহ কয়েকজন নিচে পড়ে যায়।’ 

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, ‘মালিবাগ থেকে চারজন শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে নাঈম চিকিৎসাধীন হাসপাতালে মারা যায়। আরও তিনজন হাসপাতালে ভর্তি আছে।’

‘ছোট ভাই প্রটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত