হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামক এই রায় দেন। একই সঙ্গে আসামিকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়। 

এ ছাড়া হত্যার পর লাশ গুম করার দায়ে ভিন্ন আইনে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ।

দণ্ডপ্রাপ্ত নাইমুর রহমানকে (৩৫) বরগুনা জেলার লতাবাড়িয়া গ্রামের আবদুল জব্বারের ছেলে। আসামি ভুক্তভোগী শিশুর প্রতিবেশী হিসেবে বসবাস করতেন। 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘২০২১ সালের ২৩ সেপ্টেম্বর আসামি নাইমুর রহমান ছয় বছরের শিশুকে আইসক্রিম ও চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে আসে। সেখানে প্রথমে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি কান্নাকাটি করলে তাকে হত্যা করে ও ঘরে থাকা কাঁথায় লাশ পেঁচিয়ে খাটের নিচে গুম করে বরগুনা পালিয়ে যায়। 

ঘটনার পরদিন শিশুটির পরিবার সেই ঘর থেকে লাশ উদ্ধার করে। সেদিনই থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা। পরে পুলিশ বরগুনা থেকে নাইমুরকে গ্রেপ্তার করলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর এই মামলার চার্জশিট প্রদান করে পুলিশ। 

তিনি বলেন, মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক কার্যক্রম শেষে আজ রায় ঘোষণা করেছে আদালত। রায় ঘোষণা শেষে নিহত শিশুটির বাবা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততম সময়ে রায় কার্যকরের দাবি জানান। 

আদালত পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার দুই বছরের মাথায় বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করেছে আদালত। আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট