হোম > সারা দেশ > ঢাকা

বাসচাপায় স্কুলশিক্ষার্থী আহতের প্রতিবাদে উত্তরায় সড়ক অবরোধ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরে গতকাল রোববার বিকেলে এনা পরিবহনের একটি বাসের চাপায় গুরুতর আহত হন মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্র সাদ (১৫)। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আজ সোমবার উত্তরায় সড়ক অবরোধ করেছে। নিরাপদ সড়কের দাবিতে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা প্রথমে উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার হাউজবিল্ডিং গোলচক্করে সড়ক অবরোধ করে। আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশ বুঝিয়ে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সড়ক থেকে সরিয়ে দেয়। পরবর্তীতে আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার রাজলক্ষ্মীতে সড়ক অবরোধ করে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আন্দোলন শুরু করে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমার সহপাঠীর কিছু হলে আরও ভয়ংকর আন্দোলন করা হবে। উই ওয়ান্ট জাস্টিস। এনা পরিবহন বয়কট করতে হবে। নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে হবে।’

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘গতকাল আমাদের একজন ছাত্র বাসচাপায় আহত হয়েছে। আমাদের সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে। আমরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছি।’
 
ডিএমপি উত্তরা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ফেরদৌস আলম ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ‘ঘাতক বাসটিকে আমরা আটক করেছি। সেই সঙ্গে ড্রাইভারকেও গ্রেপ্তার করা হয়েছে। আমরাও আপনাদের সঙ্গে একমত। উই ওয়ান্ট জাস্টিস। আমরাও চাই এর সর্বোচ্চ বিচার হোক। আমরা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি।’ 

উল্লেখ্য, আহত শিক্ষার্থী সাদ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি