হোম > সারা দেশ > ঢাকা

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল

আজকের পত্রিকা ডেস্ক­

আজ সোমবার রাত ৯টায় ‘রামপুরা ছাত্র-জনতা’র ব্যানারে মশাল মিছিল করা হয়। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল হয়েছে। আজ সোমবার রাত ৯টায় ‘রামপুরা ছাত্র-জনতা’র ব্যানারে বনশ্রী এলাকায় জাতীয় নিরাপত্তা নিশ্চিতে শান্তিপূর্ণ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

মিছিলকারীরা জানান, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিরাপত্তাহীনতা, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছে।

মিছিলে অংশ নেওয়া তাহসিন হক শাফিন বলেন, ‘সারা দেশে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ছিনতাই, ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটছে। গতকাল আমাদের বনশ্রীতেও ছিনতাই ও গুলির ঘটনা ঘটেছে। এ জন্য বনশ্রী এলাকার বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মশাল মিছিল করছি।’

এর আগে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের ৭ নম্বর রোডে টার্গেট করে তিনটি মোটরসাইকেলে এসে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের (৪৩) পথরোধ করে তাঁর কাছে থাকা স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

পরে আহত অবস্থায় ব্যবসায়ী আনোয়ারকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি এখনো চিকিৎসাধীন।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা