হোম > সারা দেশ > ঢাকা

বিমান বাংলাদেশের দুই উড়োজাহাজের সংঘর্ষ, বরখাস্ত হচ্ছেন ২ প্রকৌশলী

২০২২ সালের ১০ এপ্রিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার সংলগ্ন এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭ দুই উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন প্রকৌশলীকে দায়ী করে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে বিষয়টি জানা গেছে। 

বরখাস্ত হতে যাওয়া দুই প্রকৌশলী হলেন—প্রকৌশল কর্মকর্তা মো. মাইনুল ইসলাম ও প্রকৌশল কর্মকর্তা মো. সেলিম হোসেন খান। 

সূত্র জানায়, ২০২২ সালের ১০ এপ্রিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান হ্যাঙ্গার কমপ্লেক্সে বোয়িং ৭৭৭-৩০০ ইআর (এস ২ এএইচএন) উড়োজাহাজটি হ্যাঙ্গারে প্রবেশ করানোর সময়ে নোস র‍্যাডম হ্যাঙ্গারে আগে থেকেই থাকা বোয়িং ৭৩৭-৮০০ (এস ২-এএফএল) এর পেছনের বাম পার্শ্বের হরিজ্যান্টাল স্ট্যাবিলাইজার এর আউট বাউন্ড ট্রিপ-এ আঘাত করে ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে বোয়িং ৭৭৭-৩০০ ইআর (এস ২ এএইচএন) উড়োজাহাজের নোস র‍্যাডম-এর ভেতরের ফরোয়ার্ড প্রেসার বাল্কহেড এবং ৭৩৭-৮০০ (এস ২-এএফএল) উড়োজাহাজের হরিজ্যান্টাল স্ট্যাবিলাইজার-এর আউট বাউন্ড ট্রিপ ক্ষতিগ্রস্ত হয়। 

এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম ও বিভাগীয় কার্যক্রম শেষে তদন্তে দুজনকে অভিযুক্ত করে প্রতিবেদন দেওয়া হয়। সেই অনুযায়ী প্রকৌশল কর্মকর্তা মো. মাইনুল ইসলাম ও প্রকৌশল কর্মকর্তা মো. সেলিম হোসেন খানের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস সার্ভিস রেগুলেশন অনুযায়ী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাঁদের বাংলাদেশ বিমানের চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির