হোম > সারা দেশ > ঢাকা

এপ্রিলে ৪৭৭টি মামলা নিষ্পত্তি করেছে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে ২০২৫ সালের এপ্রিল মাসে মোট ৪৭৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এই সময়ে মোট গ্রেপ্তারকৃত ৯৪৩ জনের মধ্যে ১০৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ আতাউল হক এই তথ্য জানিয়েছেন।

ডিএমপির বিভিন্ন বিভাগের মামলার চিত্র তুলে ধরে তিনি জানান, এপ্রিল মাসে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে:

মতিঝিল বিভাগ ৮১ জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ৩৬টি মামলা রুজু করে। তাদের ৩৯ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

ওয়ারী বিভাগ ৩০ জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ২২টি মামলা রুজু করে। তাদের ১৯ হাজার ১৫০ টাকা জরিমানা ও তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

তেজগাঁও বিভাগ ৯৮ জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ৬৩টি মামলা রুজু করে। তাদের ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

গুলশান বিভাগ ৮৪ জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ৫৭টি মামলা রুজু করে এবং তাদের ৭৩ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।

লালবাগ বিভাগ ২৯ জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ২৪টি মামলা রুজু করে। তাদের ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

মিরপুর বিভাগ ৪৮৮ জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ১৭৭টি মামলা রুজু করে। তাদের ২ লক্ষ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

উত্তরা বিভাগ ১১২ জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ৭৭টি মামলা রুজু করে। তাদের ৯৪ হাজার ৭০০ টাকা জরিমানা ও ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

রমনা বিভাগ ২১ জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ২১টি মামলা রুজু করে এবং তাদের ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন