হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় পোশাক কারখানায় হামলা-ভাঙচুর: যৌথ অভিযানে আটক ১৩

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় গত কয়েক দিনের শ্রমিক বিক্ষোভ, কারখানায় হামলা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজনের সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ। এর আগে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানিক দল। 

পুলিশ জানায়, কয়েক দিন ধরেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। বিক্ষোভে বহিরাগত, ছাঁটাইকৃত ও বন্ধ কারখানার শ্রমিকদের অনেকেই অংশ নেন। তাঁরা বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে বেশ কয়েকটি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ছাড়া হামলায় আহত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য। 

আশুলিয়া থেকে আটককৃতরা হলেন নেত্রকোনা জেলার মো. ইসমাইল ও আলম; টাঙ্গাইল জেলার ফরহাদ মিয়া; দিনাজপুর জেলার মনির হোসেন; আশুলিয়ার গোরাট এলাকার মো. শাকিল; ঘোষবাগ এলাকার আসমা আক্তার; নিশ্চিন্তপুর এলাকার শিমু আক্তার ও কুলসুম বেগম; আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মোখলেছুর রহমান এবং এক কিশোর। 

এ ছাড়া সাভার এলাকা থেকে আরও তিনজনকে আটক করা হয়েছে। তবে তাঁদের নাম–ঠিকানা জানা যায়নি। 

আশুলিয়া থেকে আবু হানিফ নামের একজনকে আটক করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতা না পাওয়ায় আজ শুক্রবার বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, আবু হানিফ ঢাকা জেলা কৃষক দলের সদস্যসচিব। 

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ বলেন, আশুলিয়ায় বিভিন্ন কারখানায় হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে যৌথ অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে এবং তিনজনকে সাভার এলাকা থেকে আটক করা হয়। এসব বিশৃঙ্খলার সঙ্গে আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই-বাছাই চলছে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব