হোম > সারা দেশ > ঢাকা

তুরাগ নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানী সংলগ্ন তুরাগ নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তুরাগ থানার আশুলিয়া ল্যান্ডিং স্টেশন এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানান, বিআইডব্লিউটিএ’র আশুলিয়া ল্যান্ডিং স্টেশন সংলগ্ন তুরাগ নদীতে একজনের মরদেহ ভাসতে দেখে তুরাগ থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পরে থানা-পুলিশ নৌ-পুলিশকে খবর দেয়। 

তারা জানান, ওই যুবকের পরনে একটি চেক শার্ট ও কালো প্যান্ট ছিল। তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। 

ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ সূত্রে জানা গেছে, তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত হয়নি। ঘটনা তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। 

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু মরদেহটি নদীতে পাওয়া গেছে, সেহেতু ঘটনাস্থল নৌ-পুলিশের। এ ঘটনায় নৌ-পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’ 

একই থানার সার্ভিস ডেলিভারি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগ নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। পরে খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে এসে কাজ করছে।’ 

নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাথী রানী শর্মা আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগ নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধারের খবর শুনেছি। তবে এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।’ 

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল