হোম > সারা দেশ > ঢাকা

তুরাগ নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানী সংলগ্ন তুরাগ নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তুরাগ থানার আশুলিয়া ল্যান্ডিং স্টেশন এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানান, বিআইডব্লিউটিএ’র আশুলিয়া ল্যান্ডিং স্টেশন সংলগ্ন তুরাগ নদীতে একজনের মরদেহ ভাসতে দেখে তুরাগ থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পরে থানা-পুলিশ নৌ-পুলিশকে খবর দেয়। 

তারা জানান, ওই যুবকের পরনে একটি চেক শার্ট ও কালো প্যান্ট ছিল। তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। 

ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ সূত্রে জানা গেছে, তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত হয়নি। ঘটনা তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। 

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু মরদেহটি নদীতে পাওয়া গেছে, সেহেতু ঘটনাস্থল নৌ-পুলিশের। এ ঘটনায় নৌ-পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’ 

একই থানার সার্ভিস ডেলিভারি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগ নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। পরে খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে এসে কাজ করছে।’ 

নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাথী রানী শর্মা আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগ নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধারের খবর শুনেছি। তবে এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।’ 

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে