হোম > সারা দেশ > মাদারীপুর

কালকিনিতে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ৪

মাদারীপুর প্রতিনিধি

কুমিল্লায় কোরআন অবমাননার জেরে মাদারীপুরের কালকিনিতে তৌহিদী জনতার পুলিশের উপর হামলা মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার দুপুরে ব্যাপক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, পৌর এলাকার ভুরঘাটা বাসস্ট্যান্ডে গত শুক্রবার আসর নামাজ শেষে তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় পুলিশ তৌহিদী জনতাকে মিছিলে সাম্প্রদায়িক উসকানিমূলক স্লোগান বন্ধের নির্দেশ দেয়। কিন্তু নির্দেশ উপেক্ষা করে তারা মিছিল চালিয়ে গেলে এক পর্যায় থানা-পুলিশ ফাঁকা গুলি ছোড়েন।

এ সময় তৌহিদী জনতা ও পুলিশের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন থানার ওসি (তদন্ত) মো. নাসিরউদ্দিনসহ দুই পুলিশ সদস্য। পরে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসাপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানা-পুলিশ বাদী হয়ে অর্ধশতাধিক লোকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আজ শনিবার কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেলের নেতৃত্বে থানার এসআই হাসিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ জন হামলাকারীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাদ্দাম, রশিদ, মস্তফা ও রবিউল।

কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাত রাসেল জানান, পুলিশের কাজে বাঁধা প্রদান ও সংঘর্ষেও ঘটনায় ৫০ জনকে আসামি করে মামলা করা হয়। এ মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন