হোম > সারা দেশ > নরসিংদী

সুন্নতে খতনার দাওয়াত খেয়ে ২০ জন হাসপাতালে

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে সুন্নতে খতনার দাওয়াতে খাবার খেয়ে ২০ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থদের বেশির ভাগই শিশু। আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরদীর চন্দনবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের জুয়েলের বাড়িতে আজ বৃহস্পতিবার দুপুরে সুন্নত খতনা উপলক্ষে একটি ভূরিভোজের আয়োজন করা হয়। ভুক্তভোগীদের সঙ্গে আলাপ করে জানা যায়, এতে ভাত, মুরগির রোস্ট, গরুর গোশত, ডাল ও দই খাবারের ব্যবস্থা ছিল। সেখানে খাবার গ্রহণের পর বিকেল থেকে কমপক্ষে ২৬ নারী-পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ২০ জনকে হাসপাতালে পাঠানো হয়। 

রোগীদের সঙ্গে আসা নলুয়া গ্রামের আসাদ মিয়া জানান, তিনি নিজেও দাওয়াত খেয়েছেন। তবে তাঁর কোনো সমস্যা হচ্ছে না। তিনি সেখানে গরুর মাংস খাননি। 

রোগী ও তাঁর সঙ্গের লোকজনের দাবি, সেখানকার দই খেয়েই তারা অসুস্থ হয়ে পড়েছেন। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার্থে ভর্তিকৃতদের অধিকাংশের বয়সই ১১ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত বলে জানা যায়। 

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, এখানে আসা রোগীদের প্রায় সবারই অসুস্থতা ছিল বমি। 

চন্দনবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ হীরনের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তিনি এখন টুঙ্গিপাড়া আছেন। তার এলাকায় সুন্নতে খতনার দাওয়াত খেয়ে ২৫ জন অসুস্থ হয়েছে বলে খবর পেয়েছেন তিনি। 

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. এমদাদুল হক বলেন, হাসপাতালে ভর্তিকৃত অধিকাংশেরই পেট ব্যথা ও বমি হচ্ছে। খাবারের সমস্যা থেকে এমনটি হয়ে থাকতে পারে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির