হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে বাস-গাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে কেরানীগঞ্জে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় স্বাধীন পরিবহনের ওই বাসটিতে আগুন দেওয়া হয়। এর আগে গতকাল শনিবার মধ্য রাতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আন্ডারপাস এলাকায় একটি চলন্ত লেগুনা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

পরে স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নেভাতে পারলেও বাসের সিটগুলো পুড়ে যায়। পরে স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে তিনটার দিকে তিনটি মোটরসাইকেল করে কয়েকজন যুবক এসে হাতে থাকা বোতল থেকে কিছু একটা ছিটিয়ে দেশলাই দিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পানি এবং রাস্তার পাশে থাকা বালুর সাহায্য আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসের সামনের ড্রাইভারের সিটের আশপাশে বেশ কিছু ক্ষতি সাধন হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অপরদিকে গতকাল রাতে ৮-১০ জন যুবক গাড়িতে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। 

লেগুনার চালক নাজমুল বলেন, হঠাৎ ৮-১০ জন যুবক স্লোগান দিয়ে এসে গাড়িতে পেট্রল ছিটিয়ে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই পুরো গাড়ি জ্বলতে থাকে। আগুন দেওয়ার পর তারা দ্রুত পালিয়ে যায়। গাড়িতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। 

এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর বলেন, গাড়িতে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন