বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে কেরানীগঞ্জে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় স্বাধীন পরিবহনের ওই বাসটিতে আগুন দেওয়া হয়। এর আগে গতকাল শনিবার মধ্য রাতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আন্ডারপাস এলাকায় একটি চলন্ত লেগুনা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
পরে স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নেভাতে পারলেও বাসের সিটগুলো পুড়ে যায়। পরে স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে তিনটার দিকে তিনটি মোটরসাইকেল করে কয়েকজন যুবক এসে হাতে থাকা বোতল থেকে কিছু একটা ছিটিয়ে দেশলাই দিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পানি এবং রাস্তার পাশে থাকা বালুর সাহায্য আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসের সামনের ড্রাইভারের সিটের আশপাশে বেশ কিছু ক্ষতি সাধন হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অপরদিকে গতকাল রাতে ৮-১০ জন যুবক গাড়িতে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর বলেন, গাড়িতে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।