শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর মুক্তি চেয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক।
বুধবার খেলাফত মজলিস ঢাকা মহানগরীর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ দাবি জানান। খেলাফত মজলিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
মতবিনিময়কালে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, আলেম-উলামাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। ধৈর্য ও সহনশীলতার সাথে তা মোকাবেলা করতে হবে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, আলেম-উলামাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করুন। অন্যথায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।
খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক মুফতি আবদুল মুমিন, সহ-সভাপতি মজিবুর রহমান, মুহাম্মদুল্লাহ, হাসান জুনাইদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এরআগে বুধবার দুপুরে রাষ্ট্রবিরোধি উস্কানিমূলক বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নেত্রকোনা থেকে রফিকুল ইসলাম মাদানীকে গ্রেফতার করেছে র্যাব।