হোম > সারা দেশ > মাদারীপুর

সড়ক দুর্ঘটনায় পদ্মা রেলওয়ে প্রকল্পের চীনা প্রকৌশলীর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে একটি ডাম্প ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক চীনা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। নিহত চীনা প্রকৌশলীর নাম চ্যাং বিন (৩২)। আজ শনিবার সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ে-সংলগ্ন সন্যাসীরচরের দৌলতপুর চৌরাস্তার এন-৮ সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রকৌশলী পদ্মা রেলওয়ে প্রকল্পের জরিপ প্রকৌশলী ছিলেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতরা সবাই বাংলাদেশি। তাঁদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও পদ্মা রেলওয়ে প্রকল্প সূত্র জানায়, পদ্মা সেতু প্রকল্পের রেললাইন নির্মাণকাজে নিয়োজিত রয়েছেন চীনা প্রকৌশলীরা। প্রতিদিনের মতো একটি ছোট পিকআপ ভ্যানে করে চ্যাং বিন তাঁর দলের সঙ্গে কাজ করতে প্রকল্প স্থানে রওনা। আজ সকালে এক্সপ্রেসওয়ের দৌলতপুরে ঢাকামুখী সার্ভিস লেন দিয়ে যাচ্ছিল চীনা নাগরিককে বহনকারী গাড়িটি। এ সময় জাজিরা প্রান্ত থেকে ছেড়ে আসা একটি ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে আহত হন পাঁচজন। এদের মধ্যে চ্যাং ও রিজুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ডাম্প ট্রাকটি পলিয়ে গেছে। ট্রাকটিকে আমরা চিহ্নিত করতে পারিনি। তবে ঘটনাস্থলের আশপাশ থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। ডাম্প ট্রাকের ধাক্কায় চীনাদের বহন করা পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। এ কারণে ভ্যানটির ভেতরে যাঁরা ছিলেন, তাঁদের অবস্থা গুরুতর।’

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল