হোম > সারা দেশ > ঢাকা

সাকিব-মুশফিকও এশিয়া কাপে ওপেন করতে পারে, বলছেন সুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের এশিয়া কাপের দলে ওপেনার মূলত দুজন, পারভেজ হোসেন ইমন ও এনামুল হক বিজয়। ইমন কদিন আগে জিম্বাবুয়ে সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচটা খেলেন। অভিজ্ঞতা বলতে এই এক ম্যাচ। বিজয় লম্বা সময় পর দলে ফিরেছেন। কিন্তু টি-টোয়েন্টিতে ব্যাট হাসেনি তাঁর।

বিকল্প ওপেনার না রাখা নিয়ে কথা হচ্ছে বিস্তর। তবে এটাকে সমস্যা হিসেবে দেখছেন না বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বিকল্প ওপেনার হিসেবে মুশফিকুর রহিম, সাকিব আল হাসানসহ আরও বেশ কয়েকজন টিম ম্যানেজমেন্টের বিবেচনায় আছেন। আজ মিরপুরে সুজন বলেন, ‘স্বীকৃত ওপেনার বিজয় ও ইমন। তবে অন্য অনেকেই আছে যারা ঘরোয়া ক্রিকেটে ওপেনিং করেছে। মুশফিক হতে পারে, সাকিবও হতে পারে। মিরাজও হতে পারে, শেখ মেহেদীও ওপেনার হতে পারে। অনেক গুলো বিকল্প আছে আমাদের হাতে।’

নিয়মিত ওপেনার লিটন দাস চোটে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। ওপেনিংয়ে থিতু হতে পারেননি মুনিম শাহরিয়ারও। বাধ্য হয়ে তাই বিকল্প চিন্তা করতে হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। এ নিয়ে সুজন বলেন, ‘আমাদের ওপেনাররা তো কেউ ভালো করছে না। এটাও মাথায় রাখতে হবে। কিছু ক্ষেত্রে আমাদের অদল-বদল করতে হবে। আমরা বিভিন্ন উইকেটে হয়তো পরিবর্তন করব, কোনো কোনো জায়গায়, চিন্তা করব। সেটা কে হবে, কে করবে এখনই আমি বলতে চাচ্ছি না।’

সাকিবের দলে ফেরাটাকে দলের জন্য দারুণ ব্যাপার হিসেবে দেখছেন সুজন। তিনি বলেন, ‘আমরা ভালো করছি না বলেই চেষ্টা করছি যে কীভাবে ভালো করা যায়। সাকিব ফিরেছে–এটা খুবই ইতিবাচক দিক। সবাই একবাক্যে স্বীকার করব যে, এই সংস্করণে সাকিব সবচেয়ে অভিজ্ঞ। এই সংস্করণে সে বিশ্বব্যাপী অনেক ক্রিকেট খেলে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির