হোম > সারা দেশ > ঢাকা

সাকিব-মুশফিকও এশিয়া কাপে ওপেন করতে পারে, বলছেন সুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের এশিয়া কাপের দলে ওপেনার মূলত দুজন, পারভেজ হোসেন ইমন ও এনামুল হক বিজয়। ইমন কদিন আগে জিম্বাবুয়ে সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচটা খেলেন। অভিজ্ঞতা বলতে এই এক ম্যাচ। বিজয় লম্বা সময় পর দলে ফিরেছেন। কিন্তু টি-টোয়েন্টিতে ব্যাট হাসেনি তাঁর।

বিকল্প ওপেনার না রাখা নিয়ে কথা হচ্ছে বিস্তর। তবে এটাকে সমস্যা হিসেবে দেখছেন না বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বিকল্প ওপেনার হিসেবে মুশফিকুর রহিম, সাকিব আল হাসানসহ আরও বেশ কয়েকজন টিম ম্যানেজমেন্টের বিবেচনায় আছেন। আজ মিরপুরে সুজন বলেন, ‘স্বীকৃত ওপেনার বিজয় ও ইমন। তবে অন্য অনেকেই আছে যারা ঘরোয়া ক্রিকেটে ওপেনিং করেছে। মুশফিক হতে পারে, সাকিবও হতে পারে। মিরাজও হতে পারে, শেখ মেহেদীও ওপেনার হতে পারে। অনেক গুলো বিকল্প আছে আমাদের হাতে।’

নিয়মিত ওপেনার লিটন দাস চোটে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। ওপেনিংয়ে থিতু হতে পারেননি মুনিম শাহরিয়ারও। বাধ্য হয়ে তাই বিকল্প চিন্তা করতে হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। এ নিয়ে সুজন বলেন, ‘আমাদের ওপেনাররা তো কেউ ভালো করছে না। এটাও মাথায় রাখতে হবে। কিছু ক্ষেত্রে আমাদের অদল-বদল করতে হবে। আমরা বিভিন্ন উইকেটে হয়তো পরিবর্তন করব, কোনো কোনো জায়গায়, চিন্তা করব। সেটা কে হবে, কে করবে এখনই আমি বলতে চাচ্ছি না।’

সাকিবের দলে ফেরাটাকে দলের জন্য দারুণ ব্যাপার হিসেবে দেখছেন সুজন। তিনি বলেন, ‘আমরা ভালো করছি না বলেই চেষ্টা করছি যে কীভাবে ভালো করা যায়। সাকিব ফিরেছে–এটা খুবই ইতিবাচক দিক। সবাই একবাক্যে স্বীকার করব যে, এই সংস্করণে সাকিব সবচেয়ে অভিজ্ঞ। এই সংস্করণে সে বিশ্বব্যাপী অনেক ক্রিকেট খেলে।’

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি