হোম > সারা দেশ > গাজীপুর

মাছের ড্রামে লুকিয়ে ঘরে ফেরা

প্রতিনিধি, গাজীপুর

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। এ সময় কর্মহীন হয়ে অসহায় অবস্থা থেকে বাঁচার জন্য বিভিন্ন অভিনব পন্থায় রাজধানী ছাড়ছেন অনেকেই। তবে পুলিশি নজরদারিতে তাঁদের অনেকেরই যাত্রা ভঙ্গ হয়েছে। 

তেমনি এক অভিনব পন্থায় ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে পুলিশের চেকপোস্টে ধরা পড়েছেন ১০ জন দিনমজুর। 

জানা গেছে, শুক্রবার সকালে কম ভাড়ায় নিরাপদে বাড়ি ফেরার আশায় একটি মাছবাহী ট্রাকের মধ্যে মাছের ড্রামের ভেতর লুকিয়ে ঢাকা থেকে যাত্রা শুরু করেন ওই দিনমজুরেরা। ট্রাকটি ঢাকা থেকে সকল চেকপোস্ট পার হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় পৌঁছে। এরপর গাজীপুর মহানগরীতে প্রবেশমুখে মহানগর পুলিশের চেকপোস্টে ধরা পড়ে। 

পরে পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ড্রামের ভেতর লুকিয়ে থাকা ১০ যাত্রীকে নামিয়ে আনে। কিন্তু যাত্রীরা সকলেই নিম্ন আয়ের হওয়ায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ তাঁদের ছেড়ে দেয়। ট্রাকচালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে করা হয় মামলা। 

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সরকারের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের জন্য গাজীপুর মহানগরীতে প্রবেশের প্রতিটি পথে কঠোর চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। সকল প্রবেশপথেই যানবাহন তল্লাশি করা হচ্ছে। প্রত্যেকটি গাড়ি চালক, মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উপযুক্ত কারণ না দেখাতে পারলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। 

তিনি বলেন, এ রকমই একটি চেকপোস্ট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছবাহী ট্রাক দেখে সন্দেহ হলে চেকপোস্টে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশি করে ট্রাকের ভেতর মাছের ড্রামে লুকিয়ে থাকা ১০ জন যাত্রীকে উদ্ধার করা হয়। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট