হোম > সারা দেশ > ঢাকা

প্রতিযোগিতারত এক বাসের ধাক্কা অন্য বাসের চাপা, যুবলীগ নেতা নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস চাপায় ফারুক (৩৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি যাত্রাবাড়ী ৬৫ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী হাশেম রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। 

ফারুক লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পূর্ব চর সিদা গ্রামের মোহাম্মদ উল্লাহ মাস্টারের ছেলে। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে রায়েরবাগ ইসলাম নগর এলাকায় থাকতেন। মতিঝিলে ইট-বালুর ঠিকাদারি ব্যবসা রয়েছে তাঁর। 

ফারুকের ভাতিজা মো. ইসমাইল হোসেন জানান, তাঁর চাচা যাত্রাবাড়ী ৬৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন। মতিঝিলে তাঁর ব্যবসা রয়েছে। দুপুরে বাসা থেকে বের হয়ে মতিঝিল যাচ্ছিলেন। হাশেম রোডের মাথায় রাস্তা পার হওয়ার সময় সড়ক বিভাজকের ওপর দাঁড়ান। তখন দুটি বাস রেষারেষি করে চলার সময় তিশা এক্সক্লুসিভ নামে একটি বাস সড়ক বিভাজকের ওপর উঠে যায়। ওই বাসের ধাক্কায় বিপরীত লেনের রাস্তায় পড়ে যান ফারুক। তখন অন্য একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আছাদুজ্জামান জানান, রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় ঘটনাস্থলেই নিহত হন ফারুক। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যে বাসটি তাঁকে চাপা দিয়েছে সেটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। তিশা পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ