হোম > সারা দেশ > ঢাকা

প্রতিযোগিতারত এক বাসের ধাক্কা অন্য বাসের চাপা, যুবলীগ নেতা নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস চাপায় ফারুক (৩৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি যাত্রাবাড়ী ৬৫ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী হাশেম রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। 

ফারুক লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পূর্ব চর সিদা গ্রামের মোহাম্মদ উল্লাহ মাস্টারের ছেলে। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে রায়েরবাগ ইসলাম নগর এলাকায় থাকতেন। মতিঝিলে ইট-বালুর ঠিকাদারি ব্যবসা রয়েছে তাঁর। 

ফারুকের ভাতিজা মো. ইসমাইল হোসেন জানান, তাঁর চাচা যাত্রাবাড়ী ৬৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন। মতিঝিলে তাঁর ব্যবসা রয়েছে। দুপুরে বাসা থেকে বের হয়ে মতিঝিল যাচ্ছিলেন। হাশেম রোডের মাথায় রাস্তা পার হওয়ার সময় সড়ক বিভাজকের ওপর দাঁড়ান। তখন দুটি বাস রেষারেষি করে চলার সময় তিশা এক্সক্লুসিভ নামে একটি বাস সড়ক বিভাজকের ওপর উঠে যায়। ওই বাসের ধাক্কায় বিপরীত লেনের রাস্তায় পড়ে যান ফারুক। তখন অন্য একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আছাদুজ্জামান জানান, রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় ঘটনাস্থলেই নিহত হন ফারুক। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যে বাসটি তাঁকে চাপা দিয়েছে সেটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। তিশা পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ