হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগ নেতা নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়কের ইউনিট আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক হাবু (৩৭) নিহতের ঘটনায় প্রধান আসামি মুশফিকুর রহমান ফাহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ফাহিম যাত্রাবাড়ী থানার সোর্স শাহীনের ভাই। 

আজ বুধবার রাতে ফাহিমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন। 

ফারুক হোসেন জানান, যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়কের ছুরিকাঘাতে আবু বকর সিদ্দিক হাবু (৩৭) নামের আওয়ামী লীগ নেতা নিহতের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের মধ্যে চারজনকে আাগেই গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন-ফালান ওরফে কানা ফালান, সেলিম মোহাম্মদ, সুজন ও আল-আমিন। সুজন ছাড়া বাকি তিনজন খুনের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ায় তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে। 

উপপুলিশ কমিশনার আরও জানান, এ বিষয়ে আগামীকাল দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরবেন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল