হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, এলাকাবাসীর বিক্ষোভ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

অটোরিকশার ধাক্কায় ইসরাত নিহতের ঘটনায় বুধবার সকাল ১০টার দিকে উত্তেজিত এলাকাবাসী মহানন্দপুর–বেড়িখোলা সড়ক অবরোধ করে। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ইসরাত নামের চার বছরের এক শিশু প্রাণ হারিয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের বেড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাত ১১টার দিকে ঢাকায় নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। নিহত ইসরাত ওই এলাকার সৌদি আরবপ্রবাসী ইব্রাহিমের মেয়ে।

ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ১০টার দিকে উত্তেজিত এলাকাবাসী মহানন্দপুর-বেড়িখোলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে সখীপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত ইসরাতের পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে, মঙ্গলবার বিকেলে ইসরাত বাড়ির পেছনের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সে সময় বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, অটোরিকশার চালক আসাদুল একজন চিহ্নিত মাদকসেবী। তিনি মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। শিশুটির মৃত্যুসংবাদ পাওয়ার পরও চালক আসাদুলের মধ্যে অনুশোচনার কোনো চিহ্ন দেখা যায়নি। বরং তিনি নির্লিপ্তভাবে অটোরিকশা চালিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বুধবার দুপুর ১২টার দিকে সখীপুর থানার সহকারী উপপরিদর্শক সুমন বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেওয়ার চেষ্টা করছি। তবে পরিবারের সদস্য ও এলাকাবাসী মৃতদেহ দিতে চাইছেন না। তাদের দাবি, কারও বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই এবং তারা মৃতদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছেন।’

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি