রাজধানীর উত্তরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বয়স ৫০-৫৫ বছর। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর-সংলগ্ন কসাইবাড়ী রেলগেটের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
ঘটনাস্থলের আশপাশের লোকজন আজকের পত্রিকাকে জানায়, ঢাকামুখী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে খবর দেওয়া হলে রেলওয়ে পুলিশ তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ (এসআই) তারা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকামুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পেট থেকে দ্বিখণ্ডিত হয়েছে। তাঁর বয়স ৫০ থেকে ৫৫ বছর হবে। ধারণা করা হচ্ছে, তিনি কসাইবাড়ী এলাকার রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়েন।’
এসআই তারা মিয়া শুক্রবার রাতে বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’