হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে ট্রাক উল্টে মহাসড়কে যান চলাচল বন্ধ, সাড়ে ৬ ঘণ্টা পর চালু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সদরে একটি মালবাহী ট্রাক উল্টে খুলনা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ছয় ঘণ্টা পর ট্রাকটি সড়ক থেকে সরালে যান চলাচল পুনরায় শুরু হয়। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার রুদ্রকর ইউনিয়নের দক্ষিণ মধ্যপাড়া এলাকায় ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। বিকেল চারটার দিকে ট্রাকটি সড়ক থেকে সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শরীয়তপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক নিজামুদ্দিন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সড়কে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই রুটে যাতায়াতকারী শত শত যানবাহন ও সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হন। 

শরীয়তপুর সদর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাতক্ষীরা-ট ১১-০১৩৩ নামে গমের ভুসিবোঝাই ট্রাকটি সকাল সাড়ে নয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় মালিক পক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ কারণে ট্রাকটি কোথা থেকে ছেড়ে এসে, কোথায় যাচ্ছিল তা-ও জানা সম্ভব হয়নি। দুপুরের দিকে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনে এসে ট্রাকের মালামাল সরানোর নির্দেশ দেন। বেলা তিনটা নাগাদ ট্রাক থেকে ভুসির বস্তা সরানো হয়। এরপর ট্রাকটি সড়ক থেকে সরানো হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল