হোম > সারা দেশ > ঢাকা

সাভারে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন নারী

নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতক। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে একসঙ্গে চার মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা আক্তার নামের এক নারী। গতকাল শনিবার ভোরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। নবজাতকেরা সুস্থ রয়েছে।

ফারজানা আক্তারের স্বামী মজনু মিয়া বাহরাইন প্রবাসী। তিনি প্রবাসে রয়েছেন। তাঁদের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার মাধুশাইল গ্রামে।

ফারজানা আক্তার বলেন, ‘আমার ১১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তখন স্বাভাবিক প্রসব হয়েছিল। এবার আল্ট্রাসনোগ্রাম করে আগেই জানতে পারি আমি একসঙ্গে তিন সন্তানের মা হচ্ছি। তাই প্রসব ব্যথা উঠলে এক আত্মীয়ের পরামর্শে সাভারে এসে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই। পরে জানতে পারি আমি একসঙ্গে চার মেয়ে সন্তানের মা হয়েছি।’

ফারজানা আক্তার আরও বলেন, ‘একসঙ্গে চার মেয়ে সন্তানের মা হতে পেরে আমি খুব খুশি। ওদের বাবা দেশের বাইরে আছেন। তাঁকে ফোনে জানিয়েছি। তিনিও খুশি।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (এনআইসিইউ) চিকিৎসক সৈয়দা মারিয়া বলেন, ‘৩৩ সপ্তাহে অস্ত্রোপচারের মাধ্যমে আজ শনিবার ভোরে ফারজানার চার সন্তানের জন্ম হয়। তাদের ওজন যথাক্রমে ১ কেজি ৩১০ গ্রাম, ১ কেজি ৬৫০ গ্রাম, ১ কেজি ৩৯০ গ্রাম ও ১ কেজি ৪১০ গ্রাম।’

সৈয়দা মারিয়া আরও বলেন, ‘ফারজানার চার সন্তান সুস্থ রয়েছে। তাদের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে। খাবার খাচ্ছে।’

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া