হোম > সারা দেশ > ঢাকা

সাভারে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন নারী

নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতক। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে একসঙ্গে চার মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা আক্তার নামের এক নারী। গতকাল শনিবার ভোরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। নবজাতকেরা সুস্থ রয়েছে।

ফারজানা আক্তারের স্বামী মজনু মিয়া বাহরাইন প্রবাসী। তিনি প্রবাসে রয়েছেন। তাঁদের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার মাধুশাইল গ্রামে।

ফারজানা আক্তার বলেন, ‘আমার ১১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তখন স্বাভাবিক প্রসব হয়েছিল। এবার আল্ট্রাসনোগ্রাম করে আগেই জানতে পারি আমি একসঙ্গে তিন সন্তানের মা হচ্ছি। তাই প্রসব ব্যথা উঠলে এক আত্মীয়ের পরামর্শে সাভারে এসে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই। পরে জানতে পারি আমি একসঙ্গে চার মেয়ে সন্তানের মা হয়েছি।’

ফারজানা আক্তার আরও বলেন, ‘একসঙ্গে চার মেয়ে সন্তানের মা হতে পেরে আমি খুব খুশি। ওদের বাবা দেশের বাইরে আছেন। তাঁকে ফোনে জানিয়েছি। তিনিও খুশি।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (এনআইসিইউ) চিকিৎসক সৈয়দা মারিয়া বলেন, ‘৩৩ সপ্তাহে অস্ত্রোপচারের মাধ্যমে আজ শনিবার ভোরে ফারজানার চার সন্তানের জন্ম হয়। তাদের ওজন যথাক্রমে ১ কেজি ৩১০ গ্রাম, ১ কেজি ৬৫০ গ্রাম, ১ কেজি ৩৯০ গ্রাম ও ১ কেজি ৪১০ গ্রাম।’

সৈয়দা মারিয়া আরও বলেন, ‘ফারজানার চার সন্তান সুস্থ রয়েছে। তাদের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে। খাবার খাচ্ছে।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ