হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কে জাবি ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে শাখা ছাত্রদলের মিছিলে হামলা ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরী গেইট) থেকে মিছিল বের করে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেটের কাছাকাছি গেলে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী বাধা দিলে পাল্টাপাল্টি ধাওয়া হয়।

এ সময় ছাত্রদল নেতা নাইমুর হাছান কৌশিক ও মুরাদ হোসেন আহত হন। এ ছাড়া শফিকুল ইসলাম নামে এক ছাত্রদল নেতাকে আটকে রেখে বেধড়ক মারধর করা হয় বলে দাবি করেছে সংগঠনটি।

ছাত্রদলের শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক বলেন, ‘মিছিলটি মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন গেটে আসলে ছাত্রলীগের গুন্ডা বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমাদের কয়েকজন গুরুতর আহত হয়েছে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সিএন্ডবি এলাকায় বাসে আগুন দিতে আসে ছাত্রদলের নেতা-কর্মীরা। এ খবর পেয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁদের বাধা দিতে যায়। তখন ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ওপর ইট-পাটকেল ছুড়ে হামলা চালায়।’

ছাত্রদলের মিছিলে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, ছাত্রদল নেতা সেলিম রেজা, মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, জুবায়ের আল মাহমুদ, রাজিব আহম্মেদ, রাজু, আলামীন, রাজন মিয়া, শাফায়াত হোসেন, শরিফ হোসেন প্রমুখ।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস