হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বংশালে লেগুনার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বংশালে লেগুনার ধাক্কায় সালমা আক্তার (৬৫) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বংশাল নর্থ-সাউথ রোডে লেগুনার ধাক্কায় আহত হয়ে ঢামেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে আজ শনিবার সকাল ৭টার দিকে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বংশাল নর্থ-সাউথ রোড এলাকায় একটি লেগুনার ধাক্কায় সালমা বেগম আহত হন। পরে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তাঁর মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।’

নিহত সালমা আক্তারের মেয়ের জামাই মো. মনির হোসেন জানান, তাঁর শাশুড়ি সালমা আক্তার পুরান ঢাকার মোগলটুলি এলাকায় স্থানীয় বাসিন্দা। বর্তমানে বংশাল মালিটোলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

মনির আরও জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় সালমা আক্তার মালিটোলা থেকে পায়ে হেঁটে বংশাল হাজী আব্দুল্লাহ সরকার লেনে তাঁর মেয়ে রাহিমার বাসায় যাচ্ছিলেন। পথে নর্থ-সাউথ রোডে একটি লেগুনা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে লোকজন তাঁকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক