হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদী সেতুর নিচ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

রায়পুরা ও নরসিংদী প্রতিনিধি

বেলাব সেতুর নিচ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর বেলাব সেতুর নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর (১৮) বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের খামারেরচর সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, দূরে কোথাও হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সন্ধ্যার দিকে খামারেরচর সেতুর নিচে খালের শুকনো স্থানে বিবস্ত্র বস্তায় ঢাকা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরিচয় শনাক্ত করা যায়নি, তবে তাঁর বয়স আনুমানিক ১৮-১৯ বছর। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে কেউ তা জানাতে পারেনি।

ওসি মীর মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বারৈচা বাসস্ট্যান্ডসংলগ্ন খামারেরচর সেতুর নিচে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা-পুলিশ বিবস্ত্র অবস্থায় ওই নারীর লাশটি উদ্ধার করে।

পরিচয় শনাক্ত ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি