গাজীপুরে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার এই জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজুওয়ান ইসলাম জানান, নির্মাণসামগ্রী খোলা অবস্থায় মজুত করে রাখা, কাজের সময় মালামাল পরিবহন ও পানি স্প্রে না করে বায়ুদূষণ করা হচ্ছিল। এ কারণে বুধবার সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গাজীপুরে-ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে এবং বিআরটি প্রকল্প এলাকার মহাসড়ক নির্মাণকারী দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানাও আদায় করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নয়ন মিয়া ও সহকারী পরিচালক মো. ময়নুল হক উপস্থিত ছিলেন।