হোম > সারা দেশ > ঢাকা

হোলি আর্টিজানে শ্রদ্ধা জানাল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ বুধবার বিকেল ৪টায় হোলি আর্টিজানে শ্রদ্ধা জানায় একদল শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর গুলাশান হোলি আর্টিজানে নিহত সহকারী পুলিশ কমিশনার রবিউল করিম ও ওসি সালাউদ্দিনের স্মরণে শ্রদ্ধা জানিয়েছে একদল শিক্ষার্থী। আজ বুধবার বিকেল ৪টায় হোলি আর্টিজানে গিয়ে এ শ্রদ্ধা জানায় তারা।

শ্রদ্ধা জানাতে আসা শিক্ষার্থীরা জানায়, ২০১৬ সালে ১ জুলাই গুলশান হোলি আর্টিজানে জঙ্গি হামলায় শহীদ হন সহকারী পুলিশ কমিশনার রবিউল করিম ও ওসি সালাউদ্দিন। তাঁদের স্মরণে গুলশান থানার পাশে ম্যুরাল স্থাপন করা হয়। গত ৫ আগস্টের পর সেই ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়ে হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো হয়। পরে সেটি আর সংস্কার করা হয়নি। দায়ীরাও চিহ্নিত হয়নি। এ বছর জাতীয়ভাবে সেই শহীদদের স্মরণ করা হয়নি। কোনো কর্মসূচি পালন করেনি পুলিশও।

শিক্ষার্থীরা জানায়, আজ বিকেল ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যায় ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা তাদের দুজনের স্মরণে ম্যুরালের স্থানে নতুন ‘স্মৃতিস্তম্ভ’ স্থাপন করতে আসে। এতে গুলশান থানার কয়েকজন পুলিশ সদস্যও অংশ নেন। এ সময় ‘স্মৃতিস্তম্ভ’ স্থাপন করতে চাইলে পুলিশ তাদের নিষেধ করে। পরে শিক্ষার্থীরা পুলিশের প্রতি ম্যুরাল স্থাপনের আহ্বান জানিয়ে সেখানে ব্যানার টানিয়ে নিহত ব্যক্তিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

আজ রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার ইব্রাহীম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পুলিশকে বলেছি তারা যেন ম্যুরালটি স্থাপন করে। নয়তো শিক্ষার্থীরা নিজ উদ্যোগে সেখানে স্মৃতিস্তম্ভ স্থাপন করবে। পরে সেখানে ব্যানার টানিয়ে নিহত দুই পুলিশ কর্মকর্তার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি।’

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, কিছু শিক্ষার্থী হোলি আর্টিজানের ঘটনা ও ম্যুরাল ভেঙে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে। তারা সেখানে শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভ স্থাপনের কথা বলেছে। সেই সঙ্গে সেখানে যেন পুনরায় ম্যুরাল স্থাপন করা হয়, সেই আহ্বান জানিয়েছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে