হোম > সারা দেশ > টাঙ্গাইল

কালিহাতীতে পুকুরের পানিতে তলিয়ে খালা-ভাগনির মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরের পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকালে শিশু দুটিকে পুকুর থেকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এ ঘটনা ঘটেছে কালিহাতী উপজেলার দেউপুর মধ্যপাড়া এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হোসেন। 

শিশু দুজন হলো উপজেলার দেউপুর মধ্যেপাড়া এলাকার মানিক মিয়ার মেয়ে জান্নাতি (১১) ও নারান্দিয়া ইউনিয়নের দৌলতপুর এলাকার সাইদুর রহমান স্বপন তালুকদারের মেয়ে সাদিয়া আক্তার জিম (৮)। সম্পর্কে ওই দুই শিশু খালা-ভাগনি বলে জানিয়েছে পরিবার।

শিশু সাদিয়ার মামা জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, সকালে জান্নাতি ও সাদিয়া বাড়ির পাশে খেলাধুলা করছিল। পরে তারা গোসল করার জন্য পুকুরে নেমেছিল। সেখানে তারা পানিতে ডুবে যায়। তাদের পানিতে ডুবে যাওয়ার খবর দেয় আরেক শিশু। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে দুজনের নিথর দেহ উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মনিরুল ইসলাম রুপক আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’ 

এ বিষয়ে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হোসেন বলেন, ‘দুই শিশুর মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ