হোম > সারা দেশ > টাঙ্গাইল

কালিহাতীতে পুকুরের পানিতে তলিয়ে খালা-ভাগনির মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরের পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকালে শিশু দুটিকে পুকুর থেকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এ ঘটনা ঘটেছে কালিহাতী উপজেলার দেউপুর মধ্যপাড়া এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হোসেন। 

শিশু দুজন হলো উপজেলার দেউপুর মধ্যেপাড়া এলাকার মানিক মিয়ার মেয়ে জান্নাতি (১১) ও নারান্দিয়া ইউনিয়নের দৌলতপুর এলাকার সাইদুর রহমান স্বপন তালুকদারের মেয়ে সাদিয়া আক্তার জিম (৮)। সম্পর্কে ওই দুই শিশু খালা-ভাগনি বলে জানিয়েছে পরিবার।

শিশু সাদিয়ার মামা জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, সকালে জান্নাতি ও সাদিয়া বাড়ির পাশে খেলাধুলা করছিল। পরে তারা গোসল করার জন্য পুকুরে নেমেছিল। সেখানে তারা পানিতে ডুবে যায়। তাদের পানিতে ডুবে যাওয়ার খবর দেয় আরেক শিশু। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে দুজনের নিথর দেহ উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মনিরুল ইসলাম রুপক আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’ 

এ বিষয়ে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হোসেন বলেন, ‘দুই শিশুর মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির