হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন। নিহত উভয়ই মোটরসাইকেল চালক ছিলেন। নিহতরা হলেন–ভাঙ্গা পৌরসভার বাইশাখালি গ্রামের আজম মুন্সীর ছেলে রানা মুন্সি (১৭) ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দেরলী গ্রামের বাসিন্দা মো. রাসেল (৪০)। 

আজ শনিবার বেলা আড়াইটার দিকে ফরিদপুর সদর উপজেলার ঢাকা-ফরিদপুর মহাসড়কের শিবরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান রাসেল। এ সময় অজ্ঞাত একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। 

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাওসার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রাসেল বালিয়াকান্দী নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে চাচার বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে শিবরামপুর জিপি টাওয়ার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি নিয়ে পড়ে যান মহাসড়কে। 

এ সময় অজ্ঞাত একটি গাড়ি তার মাথায় চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।’ 

এর আগে শুক্রবার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে রানা মুন্সি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজার কাছে অটো ভ্যান ও ট্রলির সঙ্গে সংঘর্ষে আহত হন। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজনও গুরুতর আহত হন। নিহত রানা মুন্সী ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। 

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথিমধ্যে বগাইল টোল প্লাজার কাছে পৌঁছালে অটো ভ্যান, মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ হয়। এতে তিন বন্ধু সিটকে রাস্তায় পড়ে যায়। টলি, অটো ভ্যান ও সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে রানা গুরুতর আহত হয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট