হোম > সারা দেশ > ঢাকা

সাভারে শিশুকে তাড়ি খাইয়ে অচেতন করে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে ৯ বছরের শিশুকে তালের তাড়ি (রস) খাইয়ে অচেতন করে নিজের ঘরে লুকিয়ে রেখে ধর্ষণচেষ্টার অভিযোগে আরিফ হোসেন (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভুক্তভোগী শিশুটির মায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাঁকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।

ভুক্তভোগী শিশু বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেপ্তার আরিফ হোসেন সাভারের ছায়াবীথি এলাকায় ভাড়া থেকে ভ্যানচালকের কাজ করেন।

ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর থেকে মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না তার মা। পরে আরিফের ঘরের সামনে তার জুতা দেখে ঘরে ঢুকে মেয়েকে অজ্ঞান অবস্থায় পান। শিশুটিকে র‍্যাকের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। পরে শিশুটিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে। শিশুটিকে তাড়ি খাইয়ে অচেতন করে লুকিয়ে রেখেছিলেন আরিফ। তবে ধর্ষণের আগেই শিশুটির মা গিয়ে তাকে উদ্ধার করে। প্রাথমিকভাবে অপহরণ ও ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে।

শহীদুল ইসলাম আরও বলেন, শিশুটির শারীরিক পরীক্ষা করা হয়েছে। প্রতিবেদনে প্রমাণ মিললে মামলাটি ধর্ষণের মামলায় রূপান্তরিত হবে। আজ সোমবার দুপুরে আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ